পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ক নাটক অনুষ্ঠিত হয়েছে

জি এম মাছুম বিল্লাহ শ্যামনগর (সাতক্ষীরা) থেকে: শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের সোনার মোড় দাসপাড়া রাধা গোবিন্দ মাঠে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সচেতনামূলক পথ নাটক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টায় জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার আয়োজনে নাগরিক উদ্যোগের অর্থায়নে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অধিকার বিষয়ক সচেতনামূলক পথ নাটক "" স্বপ্নভঙ্গ"" প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালিকা অষ্টমী মালো। সচেতনামূলক পথ নাটক শেষে অষ্টমী মালো বলেন, পিছিয়ে পড়া মানুষদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন আনতে হবে,আমরা যেন কোন প্রতিবন্ধী ব্যক্তি কে দেখে মানবিক আচরণ করতে হবে। অবহেলিত মানুষদের প্রতি যত্নশীল হতে হবে।
তিনি বলেন, আজকের নাটক স্বপ্নভঙ্গ এর মাধ্যমে আপনারা বুঝতে পারবেন,আমাদের মত যারা প্রতিবন্ধী আছে তাদের সাথে সবাই কেমন ব্যাবহার করে,এই নাটক দেখে সকলকেই সচেতন হওয়ার জন্য তিনি অনুরোধ করেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন স্বপ্নময় শিল্পী গোষ্ঠীর পরিচালক বাবু সাগর বিশ্বাস নদী বিশ্বাস,প্রদীপ কুমার দীপ,শংকর দাস,রাহুল মন্ডল,দিলীপ মালো,রেখা গায়েন,সুধা মণ্ডল,দিথি মন্ডল,শিমুল মন্ডল সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: