ঘোড়া প্রার্থীর সমর্থকের উপর নৌকার কর্মীদের হামলা, আহত ১

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২২, ০৩:২৯ পিএম

শফিকুল ইসলাম, ঘাটাইল (টাঙ্গাইল) থেকে: টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ৯ নং লক্ষিন্দর কেন্দ্রের সামনে ঘোড়া প্রতিকের (এসকান্দর হক) কর্মী সমর্থকের উপর হামলা করেছে নৌকা প্রতিকের (সাইদুর রহমান) সমর্থক। এতে ঘোড়া সমর্থিত এক কর্মী আহত হয়েছে। আজ বেলা দেড়টার দিকে লক্ষিন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। আহত ব্যাক্তি সাগরদিঘী ইউনিয়নের বেইলা গ্রামের সিদ্দিক হোসেনের ছেলে জুয়েল রানা।

এ বিষয়ে মির্জাপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এস এম মনসুর মুছা জানান, এটা বাহিরে ঘটনা ঘটেছে, কেন্দ্রের ভিতরে কোন প্রকার সহিংসতা হয়নি।

ঘাটাইল উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২১জন, সাধারণ সদস্য পদে ১৪৩ জন এবং সংরক্ষিত নারী সদস্য পদে ৫৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাঁচটি ইউনিয়নে মোট ভোটার রয়েছেন এক লাখ দুই হাজার ৩শ’ ৮১ জন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: