ঘন কুয়াশায় সেতুর ওপর ২০০ গাড়ির সংঘর্ষ

চীনের ঝেংঝু শহরে ঘন কুয়াশায় একটি সেতুর ওপরে প্রায় দুই শতাধিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। বুধবার দেশটির হেনান প্রদেশের ঝেংঝৌ শহরের একটি সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। উদ্ধারকারী সংস্থা এবং রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি এ তথ্য জানিয়েছে।
জানা গেছে, ওইদিন ঝেংঝৌ শহরে কুয়াশার কারণে দৃশ্যমানতা কম ছিল। ফলে হুয়াংহে সেতুতে প্রথমে কয়েকটি গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সেগুলোর পেছনে একের পর এক গাড়ি এসে ধাক্কা মারতে থাকে। এভাবে ২০০ গাড়ি সেতুর ওপর আটকে যায়। এমনকি কিছু গাড়ি অন্য গাড়ির ওপরে উঠে যায়। এ দুর্ঘটনার বেশ কিছু ছবি ও ভিডিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
দেখা যায়, হুয়াংহে সেতুর মাঝামাঝি লাইনের কাছে উত্তর থেকে দক্ষিণ এবং দক্ষিণ থেকে উত্তর দিকে একাধিক সংঘর্ষ হয়ে গাড়িগুলো বিধ্বস্ত হয়েছে। এতে অনেকে গাড়িতেই আটকে পড়ে। তাদের উদ্ধার করতে ১১টি ইউনিট পাঠায় ফায়ার সার্ভিস। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
ওই সেতুটি ঝেংঝৌ প্রদেশের সবচেয়ে ব্যস্ত সেতু। হলুদ নদীর ওপরে তৈরি এই ওভারপাসটি ঝেংঝো ও প্রতিবেশী শিনজিয়াংকে সংযুক্ত করেছে।
না.হাসান/সাএ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: