নতুন শিক্ষাক্রমের বই এ বছরও পরীক্ষামূলক সংস্করণ হিসাবে দেয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, নতুন শিক্ষাক্রমের বই এ বছরও পরীক্ষামূলক সংস্করণ হিসাবে দেয়া হচ্ছে। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সাংবাদিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ২০২৩ সাল থেকে প্রাথমিকে প্রথম ও দ্বিতীয় শ্রেণি এবং মাধ্যমিকে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রম চালু হচ্ছে। যদিও এই শিক্ষাক্রমের বইগুলো নিয়ে পুরো ২০২২ সাল পর্যন্ত পাইলোটিন করা হয়েছে তবুও যেহেতু আমরা শিক্ষায় একেবারে একটি রূপান্তর ঘটাচ্ছি, সেহেতু শিক্ষাক্রমে আগের তুলনায় পাঠদান ও মূল্যায়নের ব্যাপক পরিবর্তন আনা হচ্ছে।
সেজন্য পুরো নতুন বছর আমাদের এই বইগুলো পরীক্ষামূলক সংস্করণ হিসেবে যাবে এবং সারা বছর আমরা শিক্ষক, শিক্ষার্থী অভিভাবক ও শিক্ষাবিদসহ সকলের ফিডব্যাক নেয়া হবে। এখন পরবর্তী শিক্ষাবর্ষে ২০২৪ সালে পরিবর্তন সংযোজন বিয়োজন সহ যা কিছু প্রয়োজন তা করা হবে।
তিনি বলেন, অতীতের কিছু বইয়ে অনেক ভুল ছিল, তবে করোনার অতিমারিতে আমরা সেই ভুলগুলো নিয়ে ব্যাপক কাজ করি এবং সংশোধন করি। এতে ২০২২ সালে বইগুলোতে তেমন ভুল ছিলো না। আমরা আশা করছি এ বছরও তত ভুল থাকবে না। তারপরও কোথাও কোনো ভুল থাকলে আমরা সঙ্গে সঙ্গে সেগুলো সংশোধন করার চেষ্টা করব।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার মেয়র মোঃ জিল্লুর রহমান জুয়েল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, সহকারী পুলিশ সুপার (সদস সার্কেল) ইয়াসিন আরাফাত, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি গিয়াসউদ্দিন মিলন, সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌসসহ জেলার ৮ উপজেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: