গ্রিন ইউনিভার্সিটির বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ‘কলরব'

গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশে ‘বিজয় দিবস আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতা ২০২২’ এর চ্যাম্পিয়ন হয়েছে সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের দল ‘কলরব’। শুক্রবার (৩০ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসে প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। যেখানে আইন বিভাগের দল ‘রেনেসাঁস’কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ‘কলরব’।
মহান বিজয় দিবস উপলক্ষ্যে গ্রিন ডিবেটিং ক্লাব এ প্রতিযোগিতার আয়োজন করে। যেখানে ৮টি বিভাগের মোট ২৪টি দল এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
নকআউট পর্বের লড়াই শেষে ফাইনাল রাউন্ডে ’মুক্ত বাজার অর্থনীতির জন্য তৃতীয় বিশ্ব এখনো উপযুক্ত হয়ে উঠতে পারেনি' বিষয়টির বিপক্ষে অবস্থান করে দল ‘রেনেসাঁস’কে পরাজিত করে ট্রফি নিজেদের করে নেয় সাংবাদিকতা বিভাগের দল ‘কলরব’।
কলরব দলে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী জুবায়ের আহমেদ ও সামান্থা আলী এবং প্রথম সেমিস্টারের মোঃ পারভেজ ইমাম।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ট্রফি তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি কলা, আইন ও সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব। অনান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট অ্যাফেয়ার্সের মডারেটর এবং সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের শিক্ষক ড. আফজাল হোসেন খান, গ্রিন ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের মডারেটর হাসান আল জুবায়ের রনি, ক্লাবের প্রেসিডেন্ট আহমেদ জুবায়ের ও প্রাক্তন বিতর্কিকগণ।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: