টানা চল্লিশ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পুরস্কার পেলো ২৩ শিশু

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:৫৫ পিএম

এক নাগারে চল্লিশ দিন মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজে অংশ নিয়ে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুরস্কার লাভ করেছে ১৬ বছর থেকে কম বয়সী ২৩ জন শিশু কিশোরা। শনিবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়নের ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর এর পক্ষ থেকে গ্রামের দক্ষিণ হাঁটি জামে মসজিদে ২৩ জন শিশু -কিশোদের পুরস্কৃত করা হয়। ডিজিটাল নুরানী মাদ্রাসার সামনে তাদের কে পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ দেয়া হয়। এছাড়াও গ্রামের প্রবাসী মোঃ জিয়াউল হক শিশু-কিশোরদের পুরুস্কার দিবেন।

মাদ্রাসা সভাপতি মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,রংধনু পেইজের কর্ণধার এন এইচ লালন। এ-সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার মুহতামীম মাওলানা সাংবাদিক শফিউল আলম, শিক্ষক ক্বারী হারুনুর রশিদ, শাহ বশিরুজ্জামান, আক্তারুজ্জামান, আশিকনুর মাফিকুল আলম প্রমুখ।

মসজিদের ইমাম ক্বারী ফয়জুর রহমান পিপুল জানান,গ্রামের প্রবাসী মোঃ জিয়াউল হক শিশু-কিশোরদের নামাজের প্রতি আগ্রহ তৈরি করতে পুরুস্কার ঘোষণা করেন। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে পুরস্কারের ঘোষণা দিয়েছিলেন প্রবাসী মোঃ জিয়াউল হক,সেই ঘোষণায় আকৃষ্ট হয়ে ২৩ জন শিশু-কিশোর মসজিদে নামাজ আদায় শুরু করলে ২৩ জন শেষ পর্যন্ত ৪০ দিন পূর্ণ করেছে। দ্রুতই তাদের পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন প্রবাসী মোঃ জিয়াউল হক।
এদিকে অতিরিক্ত পুরস্কার হিসেবে শিক্ষা উপকরণ তাদের দেয়া হয়েছে ডিজিটাল নূরানী মাদ্রাসা অনন্তপুর এর পক্ষ থেকে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: