ছাত্র অধিকারের ২ নেতাকে ডিবি পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ

প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২২, ১১:০০ পিএম

গণঅধিকার পরিষদের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে তুলে নেওয়ার অভিযোগ করেছে সংগঠনটি। শনিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে তাদের তুলে নেওয়া হয়েছে বলে ঢাকা পোস্টকে জানিয়েছেন ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব।

তিনি বলেন, শনিবার সন্ধ্যায় গুলিস্তান থেকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় বিজ্ঞানবিষয়ক সম্পাদক মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের সাংগঠনিক সম্পাদক নাজমুল হুদাকে। আমরা অতি দ্রুত তাদের সন্ধান চাই। এ ঘটনায় আমরা একটি জরুরি সংবাদ সম্মেলনও ডেকেছি।

গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক আবু হানিফ বলেন, শুক্রবার কফিন মিছিলে অংশ নেওয়া ছাত্র অধিকার পরিষদের মোহাম্মদ আখতারুজ্জামান সম্রাট ও নাজুমল হুদাকে আজ সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে গুলিস্তান ফুলবাড়িয়া ফ্লাইওভারের নিচ থেকে দুজনকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যায়। তাদের ব্যবহৃত মোবাইল ফোনে কল হলেও রিসিভ হচ্ছে না। শুরুতে তারা ধস্তাধস্তি করে করে এবং তাদের পরিচয় জানতে চায় তখন কয়েকজন মিলে তাকে পিকআপ ভ্যানে তুলে নিয়ে যায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: