স্মার্ট কৃষি আমাদের স্মার্ট বাংলাদেশের একটা বড় অংশ হবে: কনিকা

নাটোরের সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের গুপ্তিপাড়া গ্রামে পলিনেট হাউজ পরিদর্শন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির সহধর্মিণী ও সিংড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফা জেসমিন কনিকা। তিনি কৃষক কৃষাণীদের সাথে নিয়ে পলিনেট হাউজে তরমুজ, ক্যাপসিকাম, স্ট্রবেরী চাষ সহ বেগুন, ফুলকপি, মরিচ, বাঁধাকপি চারা পরিদর্শন করেন।
এ সময় তিনি বলেন, এটা নতুন একটা প্রযুক্তি যেখানে কীটনাশক প্রয়োগ ছাড়া নিয়ন্ত্রিত উপায়ে সবজি বা অন্যান্য উচ্চমানের ফসল চাষাবাদ করা সম্ভব হবে। যেহেতু আমার কৃষি বিষয়ে আগ্রহ আছে এই কারণে আমি পলিনেট হাউজটা সম্পর্কে জানতে এসেছি। সরকার থেকে সম্পূর্ণ বিনামূল্যে কৃষককে এই পলিনেট হাউজ তৈরি করে দেওয়া হয়েছে। কৃষকদেরকে যে সুবিধা আওয়ামী লীগ সরকার দিয়ে যাচ্ছে এটা তো কৃষকদের সৌভাগ্য বলতে হবে।
তিরি আরো বলেন, আগে কখনো কোন সরকার এভাবে কৃষকদের সুবিধা দেয়নি। এইভাবে সারা দেশে যদি উচ্চ মূল্যের সবজি উৎপাদন করা যায় তবে সবজির গুণগত মানটা ভালো থাকবে এবং পোকামাকড় এর আক্রমণ থেকে ফসলকে রক্ষা করা সম্ভব হবে। যাদের সামর্থ আছে বিশেষ ভাবে শিক্ষিত,সচেতন এবং সামর্থ্যবান মানুষ যদি কৃষিকাজে এগিয়ে আসে তাহলে কৃষিতে ব্যাপক একটা পরিবর্তন আসবে।
২০৪১ সাল নাগাদ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যে ভিষণ মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন কৃষিক্ষেত্রে এইরকম উদ্যোগের মাধ্যমে আমরা খুব দ্রুতই সেই লক্ষ্যে পৌঁছতে পারবো। স্মার্ট কৃষি আমাদের স্মার্ট বাংলাদেশের একটা বড় অংশ হবে বলে আমি বিশ্বাস করি।
পরিদর্শন কালে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সেলিম রেজা, সিংড়া মডেল প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফজলে রাব্বিসহ স্থানীয় কৃষক কৃষাণীরা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: