কক্সবাজারে অবৈধ দখল থেকে খাল উদ্ধার

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যংয়ের উনছিপ্রাং নাফ নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে খাল দখল করেছে। পরে মাছ চাষের জন্য সেইখালেই ঘের তৈরি করছিল। পুরো খাল ঘেরাও করতে খালের চারপাশে এক্সকেভেটর দিয়ে মাটি কেটে বাঁধও দেওয়া হয়। অবৈধ দখল থেকে উদ্ধার ও বাঁধ অপসারণ করেন স্থানীয় প্রশাসন। বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে টেকনাফ উপজেলা প্রশান ও পুলিশের উপস্থিতিতে এক শ্বাসরুদ্ধকর উচ্ছেদ অভিযান চালিয়ে উদ্ধার করা হয়!

এর আগে নফনদীর খাল অবৈধভাবে দখল করে মাছ চাষের জন্য ঘের তৈরি করেন কুতুবদিয়া পাড়ার চিন্তিত সন্ত্রাসী নূর হোসেন (৩৫), আহমেদ হোসেন(৪৭), শামসুল আলম ওরফে ধলাইয়া। পরে প্রশাসন এই বেড়িবাঁধ ভেঙে দেওয়ায় খুশি স্থানীয়রা।

সূত্র জানান, নাফ নদী দ্বারা বেষ্ঠিত এক সমৃদ্ধ জনপদ। এই এলাকার "স্লুইস" বলে দেয় নাফনদীর প্রবেশ মুখ এই জনপদ কতটা সমৃদ্ধ ছিলো। তিন দিকেই প্রবাহিত নদীগুলোর সাথে অসংখ্য খাল, বিল, সমতল জমির পাশাপাশি বন্যামুক্ত এলাকাও কম নয়।

অভিযানে যাওয়া হ্নীলা ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা মিছবাহ উদ্দীন বলেন, নাফনদীর শাখার একটি খাল দখল করে বেড়িবাঁধ নির্মান করে একটি অসাধু চক্র। যেটির কারণে জলবদ্ধতার সৃষ্টি হয় এবং চিংড়ি ঘের গুলো পানি যাওয়া আসা বন্ধ হয়ে যায়।এলাকাবাসী আমাদের কাছে অভিযোগ করলে আমরা সাথে সাথে অভিযান চালিয়ে এটি উদ্ধার করি।

হোয়াইক্যং ফাঁড়ির উপপরিদর্শক (আইসি) রোকনুজ্জামান বলেন, আমাদের কাছে অভিযোগ করলে আমরা অভিযান চালিয়ে অবৈধ দখলদার উচ্ছেদ করি। এই বেড়িবাঁধ সম্পর্ণ অবৈধ ছিল।

টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক বলেন, একটি চলমান খাল দখল করার কারো ক্ষমতা নেই।খাল দখলের বিষয়টি আমাদের জানালে আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: