তীব্র শীতে কাবু মৌলভীবাজার

প্রকাশিত: ০৩ জানুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম

কয়েকদিন ধরে তীব্র শীত পরেছে পুরো মৌলভীবাজার জেলায়। এবারের শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা নেমেছে জেলার শ্রীমঙ্গলে। ফলে শীতে প্রতিনিয়ত কাবু হচ্ছেন জেলায় ঘুরতে আসা পর্যটনসহ সাধারণ মানুষ। মঙ্গলবার (৩ জানুয়ারি) সকালে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রা‌। তবে আপাতত রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। বাতাসের গতিবেগ ঘন্টায় ১০ কিলোমিটার। আগামী ৩দিনের পূর্ভাবাস অনুযায়ী তাপমাত্রা কমতে থাকবে। পূবাবাসে দেখা গেছে তাপমাত্র কমে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

আবহাওয়া পর্যবেক্ষণাগার শ্রীমঙ্গল-এর আবহাওয়া সহকারী মো. আনিসুর রহমান বলেন, তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। আমাদের রেকর্ড অনুযায়ী, আগামীতে এখানকার শীতের তীব্রতা আরও বাড়বে। ধীরে ধীরে তাপমাত্রা আরও কমতে থাকবে। তাপমাত্রা নিচে নামার কারণে শ্রীমঙ্গলে বাড়ছে শীতের তীব্রতা। নভেম্বর থেকে হঠাৎ করে শীতের তীব্রতা অনুভূত হতে শুরু করেছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: