ভোলায় প্রায় ২২ কোটি টাকার ভারতীয় শাড়ি ও থ্রি পিস ঔষধ জব্দ

ভোলার মেঘনা নদীতে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে একটি ফিশিং বোট থেকে শুল্ক ফাঁকি দেয়া বিপুল পরিমান ভারতীয় অবৈধ শাড়ি, থ্রি পিস ও মেডিকেল সামগ্রী উদ্ধার করা হয়েছে। এ সময় ফিশিং বোট থেকে ১৭ হাজার ৮২৪ পিস শাড়ি, ১৬৬ পিস থ্রি পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়।
যার আনুমানিক মূল্য প্রায় ২১ কোটি ৯০ লাখ ৭৫ হাজার টাকা বলে জানিয়েছে কোস্টগার্ড। এঘটনায় ভোলা থানায় ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার দুপুরে ভোলা কোস্টগার্ড দক্ষিণ জোনের কার্যালয়ে স্টাফ অফিসার অপারেশন লে. এম মমিনুল ইসলাম সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন,গোপন সংবাদের ভিত্তিতে ভোলার সদর উপজেলার তুলাতুলি সংলগ্ন মেঘনা নদীতে গত ৩ জানুয়ারি সোমবার ভোর ৫ টার দিকে অভিযান চালায়। এ সময় সন্দেহজনক বাংলাদেশে অনুপ্রবেশকারী এফ.বি আবিদ নামে একটি ফিশিংবোট কে থামার সংকেত দেওয়া হয়।
কিন্তু বোট টি না থেমে দ্রুত পালিয়ে যাওয়া চেস্টা করে। পরে কোস্টগার্ড বোর্ডটিকে গতিরোধ করার জন্য ৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে পাচারকারীরা বোটটিকে চরে ফেলে রেখে পালিয়ে যায়। এরপর বোটটি তল্লাশী চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আসা ১৭ হাজার ৮২৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় শাড়ি,১৬৬ টি থ্রি পিস ও ৬ হাজার ৪৪২ পিস মেডিকেল আইটেম জব্দ করা হয়।
তিনি আরো জানান, জব্দকৃত শাড়ি, থ্রি পিস, মেডিকেল আইটেম ও ফিশিংবোট আইনগত ব্যবস্থ গ্রহণের জন্য ভোলা মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও এর সাথে জড়িত চার ব্যবসায়ীর বিরুদ্ধে ভোলা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: