আক্কেলপুরে আন্ত: মাদ্রাসা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত

জয়পুরহাটের আক্কেলপুরে হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে মাদ্রাসা শিক্ষার্থীদের অংশগ্রহণে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতার জেলা পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল থেকে আক্কেলপুর পৌর সদরের হাজিপাড়ায় দারুল কোরআন মাদ্রাসায় হিলফুল ফুজুল বাংলাদেশের আয়োজনে ইসলামী সংস্কৃতি উন্নয়নের লক্ষ্যে আন্তঃমাদ্রাসা ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগীতায় জয়পুরহাট জেলার ৩০ টি মাদ্রাসার ৮৭ জন জন শিক্ষার্থী অংশ গ্রহন করেন। এতে কেরাত, হিফ্জ, আযান, ইসলামী বক্তব্য ও ইসলামী সংগীতসহ বিভিন্ন বিষয়ে প্রতিযোগীতা করে শিক্ষার্থীরা। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জামিল মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা মোহাম্মদ আব্দুস সবুর। অনুষ্ঠানে দারুল কোরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ আবু বক্কর সিদ্দিক সভাপতিত্ব করেন। উপস্থিত ছিলেন, হিলফুল ফুজুল এর আহবায়ক মাওলানা আব্দুল মান্নান, হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ বিভিন্ন মাদ্রাসা থেকে আগত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক বৃন্দ। পরে অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের পুরষ্কার বিতরণ করা হয়।
হিলফুল ফুজুল বাংলাদেশের সাধারণ সম্পাদক আব্দুস সালাম বলেন, ‘গতানুগতিক জ্ঞান চর্চ্চার পাশাপাশি ইসলামী সাংস্কৃতিক জ্ঞান চর্চ্চার জন্য আমাদের ব্যতিক্রম এই আয়োজন। ইসলামী সংস্কৃতির উন্নয়নের লক্ষ্যে এই প্রতিযোগীতা মাদ্রাসা ছাত্রদের মধ্যে শিক্ষা গ্রহনে আগ্রহ তৈরী হবে। ইসলামী সংস্কৃতি বিকাশে ভবিষ্যতেও এরকম আয়োজন অব্যহত থাকবে’।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: