আশুলিয়ায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী আটক

সাভারের আশুলিয়ায় পারিবারিক কলহের জেড় ধরে স্ত্রীকে কাঠ দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগে নিহতের স্বামী জনিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৩ শুক্রবার) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহিন আহমেদ নয়ন বিষয়টি নিশ্চিত করেন। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে আশুলিয়ার বুড়িরবাজার বাঁশতলা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা আক্তার (২৫) জামালপুরের সরিষাবাড়ি থানাধীন আরামনগর এলাকার মোঃ জনির স্ত্রী। গ্রেফতার স্বামী জনি (২৭) একই জেলার সদর থানার কলা বাধা গ্রামের জুয়েলের ছেলে৷
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত ১টার দিকে রান্না করছিলেন সুবর্ণা আক্তার। এসময় তার স্বামী জনির সাথে পারিবারিক বিষয় নিয়ে বাকবিতন্ডা হয়৷ পরে স্বামী রান্নায় ব্যবহৃত কাঠের চলা দিয়ে আঘাত করলে হাসাপাতালে নেওয়ার পর মারা যায় সুবর্ণা আক্তার। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে৷ সেই সাথে নিহতের স্বামীকে আটক করা হয়েছে৷
এ বিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ শাহিন আহমেদ নয়ন বলেন, নিহত নারীর আত্মীয় স্বজন এখানে কেউ থাকেন না বিধায় এখনো মামলা হয়নি। নিহতের মা আসতেছে আসলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: