আর কখনো কারো কাছে কিছু চাইবো না, আর কোনো পোস্ট করা হবে না!

রনি আহমেদ (১৯) শ্রীপুরের একটি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় অভিমানে ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৭টায় গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের নিজঘর থেকে তার মরদেহ উদ্ধার হয়। রনি আহমেদ ওই গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
জানা যায়, গ্রামের এক মেয়ের সঙ্গে কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক চলছিল রনির। ৬ জানুয়ারি ওই মেয়ের অন্য জায়গায় বিয়ে হয়ে যায়। এরপর থেকে রনি হতাশায় ভুগছিলেন। শুক্রবার রাতে রনি তার রুমে ঘুমিয়ে পড়েন। শনিবার ভোরে ঘুম থেকে না ওঠায় সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ভেতরে গিয়ে ঘরের আঁড়ার সঙ্গে গামছায় ফাঁস লাগানো অবস্থায় তাকে পাওয়া যায়। প্রেমিকার বিয়ে হয়ে যাওয়ায় রনি অভিমান করে আত্মহত্যা পথ বেছে নিয়েছেন।
এর আগে শুক্রবার (১৩ জানুয়ারি) রাতে রনি তার এক ফেসবুক পোস্টে লিখেন, আর কখনো কারো কাছে কিছু চাইবো না। সবাই ভালো থাইকেন। আর আমার জন্য দোয়া কইরেন। আর হয়তো কোনো পোস্ট করা হবে না।
শ্রীপুর থানার মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মিন্টু মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: