পোড়ানো হলো সোয়া ৫ কোটি টাকার কারেন্ট জাল

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৩, ১০:২৪ পিএম

লক্ষ্মীপুরের রামগতিতে ১৬টি মাছ ধরার নৌকায় অভিযান চালিয়ে দেড় লাখ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জালের বাজার মূল্য প্রায় ৫ কোটি ২৫ লাখ টাকা। পরে জালগুলো প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়। শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাংলাদেশ কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন কেএম শাফিউল কিঞ্জল বিষয়টি নিশ্চিত করেছেন।

জালগুলো রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি মো. মাসুক উদ্দিনের উপস্থিতিতে পোড়ানো হয়। কোস্টগার্ডের দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে.বিএন কেএম শাফিউল কিঞ্জল বলেন, নদীতে মৎস্য সম্পদ সংরক্ষণে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বাংলাদেশ কোস্টেগার্ডের দক্ষিণ জোন সূত্র জানায়, মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল ব্যবহার বন্ধে চিরুনি অভিযান চলছে। শনিবার দুপুরে রামগতি উপজেলার মেঘনা নদী এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১৬টি মাছ ধরার নৌকা তল্লাশি চালিয়ে ১৫ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এসময় কোন জেলেকে আটক করা সম্ভব হয়নি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: