ছেলের পর এবার মাও চলে গেলেন না ফেরার দেশে

প্রকাশিত: ১৫ জানুয়ারি ২০২৩, ০৮:৪২ পিএম

ছেলে সাইদের (১০) মৃত্যুর তিন দিন পর সড়ক দুর্ঘটনায় আহত মা আসমা বেগমও (৪২) চলে গেলেন না ফেরার দেশে। রোববার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, আহত আসমা বেগম চিকিৎসাধীন অবস্থায় রবিবার (১৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে মারা যান। এর আগে দুর্ঘটনায় তার ছোট ছেলে সাইদ ঘটনাস্থলেই মারা যায়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে কুলাউড়া-রবিরবাজার সড়কের পুরসাই এলাকায় মাইক্রোর সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮ জন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাইদকে মৃত ঘোষণা করেন। এসময় ৭ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আসমা বেগম মৃত্যুবরণ করেন। একটি নোহা মাইক্রোবাস ওভারটে করতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক শিশু মারা যায়। ঘটনার পর মাইক্রোবাসের চালক পালিয়ে যায়।

কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, ঘটনার পর থেকে মাইক্রোবাসের চালক গা ঢাকা দিয়েছেন। তবে তাকে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: