ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখতে রাবিতে রুমার ৩৫টি ডাস্টবিনের ব্যবস্থা

প্রকাশিত: ১৬ জানুয়ারি ২০২৩, ০৬:৫৪ পিএম

ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং অ্যালামনাই এসোসিয়েশনের (রুমা) উদ্যোগে ৩৫টি আবর্জনা ফেলার পাত্র হস্তান্তর করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।

সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে রুমা'র সভাপতি কাজী মোহাম্মদ হোসাইন নিপু বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারের নিকট ৩৫টি আবর্জনা ফেলার পাত্র হস্তান্তর করেন।

এসময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মো. হুমায়ুন কবীর, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক মো. নুরুজ্জামান, এসোসিয়েশনের যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ আনোয়ারসহ বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: