র্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ এক মাদক ব্যবসায়ী আটক

নাটোরে পৃথক দুই অভিযানে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিসহ দুইজনকে গ্রেফতার করেছে নাটোর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন নাটোর লালপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মো. মোজাহার আলীর ছেলে মো. বজলুর রহমান (৪৫) এবং লালপুর উপজেলার রামকৃষ্ণপুর(চিনিরবটতলা) গ্রামের মো. মিন্নাত ইসলামের ছেলে মো. সবুজ ইসলাম (১৯)।
র্যাব-৫ জানায়, সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোরে বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার ও লালপুরের চকবাদেকুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এসময় বড়াইগ্রাম উপজেলার বনপাড়া বাজার এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। পরে লালপুর উপজেলার চকবাদেকুল এলাকায় অভিযান চালিয়ে ২৯০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেন। গ্রেফতার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখকে ফাঁকি দিয়ে মাদক কেনাবেচা করে আসছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে।
র্যাব-৫ আরও জানায়, এ ঘটনায় লালপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে লালপুর থানায় হস্তান্তর করা হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: