মেহেরপুরে ৯টি অবৈধ ইটভাটায় অভিযান, ১৭ লক্ষ্য টাকা জরিমানা

প্রকাশিত: ১৭ জানুয়ারি ২০২৩, ১০:৪৫ পিএম

মেহেরপুরে পরিবেশে অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় মুজিবনগর উপজেলার ৯টি ইট ভাটায় অভিযান চালিয়ে ১৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করাসহ আয়ান ব্রিকস নামের একটি ইট ভাটার আংশিক ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার (১৭ জানুয়ারি) বিকেলে খুলনা পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান চালানো হয়।

খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমানের নেতৃত্বে অভিযানে উপজেলার ভবানীপুরে রফিকুল ইসলামের গাজী ব্রিকসে ২ লক্ষ ১০ হাজার টাকা, ফারুক হোসেনের জবা ব্রিকসে ২ লক্ষ ১০ হাজার টাকা, গোপালনগর গ্রামের মোজাম্মেল হকের বিবিই ব্রিকসে ২ লক্ষ ১০ হাজার টাকা, মোনাখালী গ্রামের এমএনবি ব্রিকসে ১ লক্ষ ৫০ হাজার টাকা, গৌরীনগরের তৌফিকুল বারীর, মুকুল ব্রিকসে ২ লক্ষ টাকা, দারিয়াপুরে রোকনুজ্জামানের হীরা ব্রিকসে ২ লক্ষ টাকা, নুরুল ইসলামের ডালিম ব্রিকসে ২ লক্ষ টাকা,মোনাখালীর লাভলুর এমএনসি ব্রিকসে ১ লক্ষ ৫০ হাজার টাকা,একই এলাকার আঃ রশীদের শাপলা ব্রিকসে ২ লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০০৯ এর ৬ ও ৮ ধারায় ইটভাটা মালিকদের জরিমানা করা হয়।

ভ্রাম্যমান আদালতের বিচারক পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশিফুর রহমান জানান, মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার বিভিন্ন ইটভাটাতে অভিযান পরিচালনাকালে ভাটাগুলোতে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকা, অবাধে কাঠ পোড়ানো, শিক্ষা প্রতিষ্ঠানের নিকট স্থানে এবং ফসলী জমি ধ্বংস করে ইটভাটা তৈরি করার অপরাধে মুজিবনগর উপজেলার ৯টি ইটভাটা মালিকের নিকট থেকে ১৭ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফুর রহমান জানান, মেহেরপুর জেলায় ১০টি ভাটার বিরুদ্ধে কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ সংশোধিত ২০০৯ এর ৬ ও ৮ ধারায় ৯ টি ভাটাই ১৭ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা ও একটি ভাটা আংশিক উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান পর্যায়ক্রমে জেলার সব উপজেলায় চলবে।

পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক (কুষ্টিয়া) আতাউর রহমান জানান, মেহেরপুর জেলায় ৯৩টি ইট ভাটার মধ্যে ১টি মাত্র ইটভাটার পরিবেশের ছাড়পত্র রয়েছে। আরো ৯২ টি অবৈধ ইটভাটা বন্ধে স্থানীয় প্রশাসনকে তালিকা দিয়েও ব্যবস্থা না নেওয়ায় এই অভিযান শুরু হয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: