কয়েকমাস পর উখিয়া সীমান্তে ফের গোলাগুলি

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৯:২৩ এএম

কয়েক মাস বন্ধ থাকার পর কক্সবাজারের উখিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে ইয়াবা কারবারিদের গোলাগুলি হয়েছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)। মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে বাহিনীটির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বালুখালী বিওপি থেকে আনুমানিক দেড় কিলোমিটার দক্ষিণে রহমতের বিল হাজির বাড়ি এলাকায় ইয়াবা কেনাবেচাকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় বালুখালী বিওপির একটি বিশেষ টহল দল সেখানে কৌশলগত অবস্থান নেয়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে ইয়াবা কারবারিরা বিজিবি টহল দলকে লক্ষ্য করে গুলি শুরু করে।

বিজিবি টহল দল তাদের জীবন ও সরকারি সম্পদ রক্ষায় ইয়াবা কারবারিদের লক্ষ্য করে পাল্টা গুলি করে। এতে ইয়াবা কারবারিরা ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় বিজিবি টহলদলের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বর্তমানে সব বিওপি সতর্ক অবস্থায় রয়েছে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: