সাংবাদিকরা প্রশ্ন করলে সমস্যা হয়ে যায়, বললেন সালাউদ্দিন

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২৩, ০৮:৩৭ পিএম

আর্জেন্টিনার বাংলাদেশ সফর ইস্যুতে বুধবার (১৮ জানুয়ারি) সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আর তাই বাফুফে ভবনে ভিড় করেছিলো গণমাধ্যমকর্মীরা। তবে সংবাদ সম্মেলন স্থগিত করে দেয় বাফুফে।

গণমাধ্যমে বাফুফের পক্ষ থেকে কেউ কথা না বললেও একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রদান করে বাফুফে। সংবাদ বিজ্ঞপ্তিতে বাফুফের পক্ষ থেকে জানানো হয়, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন হতে বর্ণিত বিষয়ে (আর্জেন্টিনার বাংলাদেশে আগমন) সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে অবহিত করা হবে। বিশেষভাবে উল্লেখ্য যে, বর্ণিত বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চলমান আছে। এমতাবস্থায়, উপরোক্ত বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কাম্য।’

এদিকে সংবাদ সম্মেলন স্থগিত করা প্রসঙ্গে দেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘সমস্যা হলো, আমাদের দেশে সাংবাদিকেরা কিছু প্রশ্ন করে, তাতে কিছু প্রবলেম হয়ে যায়। কাজেই বাফুফের পক্ষ থেকে এখন আমরা কিছুই বলব না আর্জেন্টিনার সঙ্গে চুক্তি সইয়ের আগে। চুক্তি হয়ে গেলে দুই পক্ষ যৌথভাবে ঘোষণা দেবে। কাজেই আমি আজ আর কিছু বলব না। আমরা আমাদের কাজ করছি।’

বুধবার সংবাদ সম্মেলন স্থগিতের পর আর্জেন্টিনা দলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনা তুঙ্গে। এর মধ্যে আর্জেন্টিনার এক সাংবাদিকের টুইট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সেই সাংবাদিক টুইটে উল্লেখ করেছেন, বাংলাদেশের সঙ্গে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের কোনো যোগাযোগই না কি হয়নি। আর্জেন্টিনা তাদের কোচ লিওনেল স্কালোনির সঙ্গে নতুন চুক্তির আগ পর্যন্ত এ বিষয়ে কিছু বলবে না।

এ প্রসঙ্গে কাজী সালাউদ্দিন বলেন, ‘কে, কোথায়, কী বলল, সেটা দেখার বিষয় নয় আমাদের। এটা ভিত্তিহীন। আমরা আমাদের কাজই করছি।’

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: