শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:৪৯ পিএম

"বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) উপজেলার ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির আয়োজনে ঝগড়ারচর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার কামরুজ্জামান বিপিএম। তিনি মাদক, ইভটিজিং, নারী নির্যাতন, বাল্য বিবাহ, পানিতে ডুবে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অপমৃত্যুও আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

ইউনাইটেড গ্রামার স্কুলের প্রধান শিক্ষক ইমরান হাসানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শ্রীবরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম, ঝিনাইগাতী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাঈম, ইসলামপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড এসএম জামাল আব্দুন নাসের বাবুল, ভেলুয়া ইউপি চেয়ারম্যান আব্দুল করিম, ঝগড়ারচর বাজার বণিক সমবায় সমিতির সভাপতি অরুন কুমার মোদক প্রমুখ।

অন্যানের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম (অবস) সোহেল মাহমুদ, শ্রীবরদী সদর ইউপি চেয়ারম্যান ফরিদুজ্জামান, খড়িয়াকাজির চর ইউপি চেয়ারম্যান দুলাল মিয়া, কুড়িকাহনিয়া ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, গোশাইপুর ইউপি চেয়ারম্যান শাহাজাদা ইসলাম আশিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: