অভিযানে জব্দ ৪ মণ জাটকা, গেলো মাদরাসা-এতিমখানায়

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৫:৩১ পিএম

মাদারীপুরে চার মণ জাটকা জব্দ করেছে মাদারীপুর উপজেলা মৎস্য বিভাগ। আজ শুক্রবার (২০ জানুয়ারি) ভোরে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের মঠেরবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

মাদারীপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত বছরের পহেলা নভেম্বর থেকে চলতি বছরের ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা ও বিক্রি নিষিদ্ধ করে সরকার। এ নিষেধাজ্ঞাকে অমান্য করে কিছু অসাধু ব্যবসায়ী জেলা ও বিভিন্ন উপজেলার নদ-নদী থেকে জাটকা ধরে বিক্রি করছে এমন খবরে মঠেরবাজার এলাকায় অভিযান চালানো হয়।

পরবর্তীতে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান অসাধু ব্যবসায়ীরা। পরে সেখান থেকে ৪ মণ (১৬০ কেজি) জাটকা জব্দ করা হয়। পরে জব্দ করা জাটকা উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনুউদ্দিনের নির্দেশ মাদারীপুরের বিভিন্ন মাদরাসা ও এতিমখানা বিতরণ করা হয়। মাদারীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাইনুউদ্দিন জানান, জব্দ করা জাটকা বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: