স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবদের এগিয়ে আসতে হবে: এমপি বাবু

প্রকাশিত: ২০ জানুয়ারি ২০২৩, ০৮:১৯ পিএম

সংসদ সদস্য ও খুলনা জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন দুর্নীতি লুটপাট এবং দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকায় জনগণ জামায়াত বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এজন্য নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনে বিএনপি নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র করছে। এমপি বাবু বলেন করোনা ও ইউক্রেন পরিস্থিতির মধ্যে আওয়ামী সরকার দেশের উন্নয়ন ধারা অব্যাহত রেখেছে এজন্য দেশের মানুষ আগামী নির্বাচনে ও আওয়ামী লীগ ভোট দিয়ে সরকারের ধারাবাহিকতা বজায় রাখবে।

তিনি বিএনপির ষড়যন্ত্র প্রতিহত করা সহ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যুবলীগ সহ যুবসমাজকে এগিয়ে আসার আহবান জানান। তিনি আগামী ২৪ জানুয়ারি খুলনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে শুক্রবার বিকেলে দলীয় কার্যালয়ে পাইকগাছা উপজেলা যুবলীগ আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। যুবলীগ নেতা শেখ আনিসুর রহমান মুক্ত 'র সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু।

বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, শেখ জিয়াদুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, পরমানন্দ মন্ডল, যুবলীগ নেতা শেখ আব্দুস সাত্তার, এস এম রেজাউল হক, আব্দুর রাজ্জাক রাজু, রমজান সরদার, জগদীশ রায়, এম এম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, কেডি বাবু, পরেশ মন্ডল, সায়েদ আলী কালাই, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, আব্দুল হালিম, দীপংকর মন্ডল, ইউনুছ মোড়ল, মশিউর রহমান, গৌতম রায়, এস এম নুরুল ইসলাম, টি এম হাসানুজ্জামান, শওকত হাওলাদার, আব্দুল্লাহ আল মামুন, মৃগাঙ বিশ্বাস, মানবেন্দ্র মন্ডল, গাজী মিজানুর রহমান, মানব কুমার সানা, পুলকেশ মন্ডল, প্রসুন সানা, প্রসেনজিৎ কুমার, ফেরদাউস ঢালী, শেখ জামাল হোসেন, কামরুল ইসলাম, শেখ রাজু আহমেদ, জুলি শেখ নাজমা কামাল আনারুল ইসলাম, শিকদার আবু হানিফ, এস এম কবীর উদ্দিন, আল ইদ্রিস,অনুপ ঘোষ, ছাত্রলীগ নেতা সাব্বির হোসেন, রায়হান পারভেজ রনি।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: