প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা

গ্রুপ পর্বে টানা তিন ম্যাচ জিতলেও সেই ধারা অব্যাহত রাখতে পারল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল। দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম হারের স্বাদ পেল বাংলাদেশের মেয়েরা। গ্রুপপর্বের অপরাজিত নারী দলটি দ্বিতীয় পর্বে খেল হোঁচট। স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমে ৫ উইকেটের হার পেল টাইগ্রেসরা। তাতে কঠিন হয়ে গেল সেমিফাইনালে ওঠার সুযোগ।
শনিবার (২১ জানুয়ারি) পচেফস্ট্রুমে বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৬টায় শুরু হয় অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় পর্বের লড়াই। শুরুতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেটে ১০৬ রান তুলে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ৭ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় পেয়ে যায় প্রোটিয়ারা। রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকান মেয়েদের। ২ রানে আউট হন ওপেনার রেন্সবার্গ।
পরের উইকেটে খেলতে নেমে রেইনেকে করেন মাত্র ৪ রান। আরেক ওপেনার সিমোনে লরেন্স ফেরেন ২৬ রান। আর রানের খাতায় খুলতে পারেননি মানিয়ে স্মিট। রাবেয়া আক্তারের ঘূর্ণিতে মাত্র ৩৩ রানে প্রোটিয়াদের ৪ উইকেট তুলে নেওয়ার পর জয়ের স্বপ্নই দেখে বাংলাদেশ। কিন্তু পঞ্চম উইকেট জুটিতে ম্যাডিসন লেন্সম্যান ও কারাবো মেসোর গড়া ৭০ রানের জুটিতেই জয়ের ভিত পেয়ে যায় স্বাগতিকরা। তবে জয় নিয়ে মাঠ ছাড়তে পারেননি লেন্সম্যান। ৩৭ রানে ফেরেন তিনি।
এদিকে ২৮ রানে মেসো ও ১ রানে সিয়ো অপরাজিত থাকেন। এর আগে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলনেতা দিশা বিশ্বাস। ব্যাট করতে নেমে অনেকটা ধীর গতিতে ব্যাট করতে থাকেন দুই ওপেনার। ১৪ বলে ১২ রানে আউট হন মিষ্টি সাহা। দিলারা আক্তার করেন ২০ বলে ১৭ রান। আর আরেক ওপনোর আফিয়া প্রত্যাশার ব্যাট থেকে এসেছে ২১ রান।
এরপর সুমাইয়া আক্তার ও স্বর্ণা আক্তারের ব্যাটে দলীয় স্কোরটা একশর ঘর স্পর্শ করে। ১৮ বলে ২০ রানে আউট হন স্বর্ণা। পরের উইকেটে খেলতে নেমে রানের দেখা পাননি মারুফা আক্তার। আর সুমাইয়া আক্তার করেন ২৪ রান। এদিকে ৬ বলে ৪ রানে অপরাজিত থাকেন রাবেয়া খাতুন।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: