স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের বার্ষিক বিক্রয় সম্মেলন অনুষ্ঠিত

স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর “বার্ষিক বিক্রয় সম্মেলন-২০২৩” কক্সবাজারস্থ হোটেল সী প্যালেসে ২১ জানুয়ারি অনুষ্ঠিত হয়। সম্মেলন উদ্বোধন করেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন- কোম্পানির হেড অব অপারেশন্স মালিক মোহাম্মদ সাঈদ, পরিচালক, অর্থ ও হিসাব মোঃ গোলাম কিবরিয়া, বিক্রয় ও ট্রেড মার্কেটিং বিভাগের প্রধান আব্দুল কারিম, বিপনণ বিভাগের প্রধান ড. জেসমিন জামানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
সম্মেলনে অঞ্জন চৌধুরী সুষ্ঠু বিক্রয় মনিটরিংয়ের মাধ্যমে বিক্রয় নেটওয়ার্ক আরো সুদৃঢ় করা এবং নতুন নতুন পণ্যকে সঠিক দোকানে তুলে দিয়ে দ্রুত ভোক্তাদের কাছে পৌছে দেবার বিষয়ে গুরুত্ব দেন। পণ্য ও বাজারজাতকরণের সকল ক্ষেত্রে কোয়ালিটি নিশ্চিত করে এবং ভোক্তা সন্তুষ্টি বজায় রেখে প্রতিষ্ঠানটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সবার অবদানের জন্য বিশেষভাবে ধন্যবাদ প্রদান করেন। সম্মেলনে ফিউচার লিডারস প্রতিষ্ঠানের সিনিয়র কনসালটেন্ট যীশু তরফদার কোম্পানীর বিক্রয় প্রতিনিধিদের জন্য উৎসাহমূলক বিশেষ বক্তব্য রাখেন।
সম্মেলনে দেশের বিভিন্ন স্থান থেকে আগত সেলস অফিসার, টেরিটোরি সেলস অফিসার, এরিয়া সেলস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ডিভিশনাল সেলস ম্যানেজার এবং অন্যান্য কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।
সম্মেলন শেষে ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী বছরের সেরা বিক্রয়কর্মীদের হাতে পুরস্কার তুলে দেন। নৈশভোজ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি হয়।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: