ফেসবুকে 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৪:৩৫ পিএম

'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন' লেখা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে গলায় রশি পেঁচিয়ে বগুড়ায় মো. নাইম (১৫) নামের এক স্কুল ছাত্র আত্মহত্যা করেছে। মো. নাইম শিবগঞ্জ উপজেলার রায়নগর ইউনিয়নের সুদামপুর নয়াপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে। সে মহাস্থান উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতো। রোববার (২২ জানুয়ারি) সকাল ৯ টার দিকে পুলিশ তার লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠায়।

যানা যায়, শনিবার মধ্যেরাতে কোন একসময় নাইম তার শোবার ঘর থেকে বেরিয়ে আসেন। বাড়ির পাশে থাকা কাঁঠাল গাছের সাথে গরু বাঁধার দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা সকালে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে ময়ান্তদন্তের জন্য পাঠায় পুলিশ।

বিষয়গুলো নিশ্চিত করে শিবগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম জানান, শনিবার রাত সাড়ে ৯ টার দিকে নাইম তার ব্যবহত 'Crush king' নামের ফেসবুক আইডি থেকে একটি পোস্ট দেয়। সেখানে লেখা ছিল, 'ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন'। এছাড়াও তার ব্যবহত ফেসবুক আইডির বায়োতে লেখা আছে, 'কাউকে না বলেই চলে গেলাম, সবাই আমাকে ক্ষমা করে দিয়েন।’

এইসব হৃদয়বিদারক লেখা থেকে বোঝা যায় নাইম মানষিকভাবে সমস্যায় জর্জরিত ছিলেন। পরিবারের বরাতে জেনেছি কোন এক মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল। ওই সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকেই নাইম বিষাদগ্রস্ত ছিলেন। এ ঘটনায় অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: