রাজধানীতে বাসচাপায় বিশ্ববিদ্যালয় ছাত্রী নিহত

প্রকাশিত: ২২ জানুয়ারি ২০২৩, ০৬:০৬ পিএম

রাজধানীর ভাটারার প্রগতি সরণি এলাকায় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের বাসচাপায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছে। আজ রবিবার দুপুর পৌনে ১টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিক্ষার্থীর নাম নাদিয়া (২৪)। তিনি বিশ্ববিদ্যালয়টির ৪২তম ব্যাচের ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম আসাদুজ্জামান জানান, নাদিয়া তার বন্ধুর মোটরসাইকেলে চড়ে যাচ্ছিলেন। এ সময় ভিক্টর ক্ল্যাসিক পরিবহনের একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

তিনি বলেন, নাদিয়ার বন্ধু মোটরসাইকেল চালক অক্ষত আছেন। তাঁকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। ঘটনার পরপরই বাসটি আটক করা হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে বলেও জানান তিনি।

প্রত্যক্ষদর্শী এক পথচারী বলেন, বাসটি প্রথমে মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে মেয়েটি ছিটকে পড়ে যায়। এ সময় বাসচালক তার গায়ের ওপর দিয়ে বাসটি চালিয়ে দেন। চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: