বন্ধুর প্রতারণার শিকার ভারতীয় পেসার, হারালেন ৫৭ লাখ টাকা

বন্ধুর প্রতারণার শিকার হয়েছেন ভারতের জাতীয় দলের পেসার উমেশ যাদব। জমি কিনে দেওয়ার কথা বলে যাদবের ৪৪ লাখ রুপী (বাংলাদেশি টাকায় ৫৭ লাখ টাকা) আত্মসাৎ করেছে তারই সাবেক ম্যানেজার ও বন্ধু। ইতোমধ্যেই এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ করেছেন যাদব।
একাধিক ভারতীয় গনমাধ্যম জানিয়েছে, নাগ০পুরে জমি কিনে দেওয়ার নামে যাদবকে ঠকিয়েছেন তার বন্ধু শৈলেশ ঠাকরে। উমেশ যাদবের অভিযোগের পরে পুলিশ নাগপুর-ভিত্তিক শৈলেশ ঠাকরের বিরুদ্ধে প্রতারণার মামলা দায়ের করেছে। উমেশ যাদবের বন্ধু হওয়ায় তার আস্থা অর্জন করতে বেশি সময় নেননি শৈলেশ। যাদবের ব্যাক আকাউন্ট, আয়করসহ অন্যান্য আর্থিক বিষয়গুলো দেখভাল করতেন তিনি। এরই মধ্যে একটি প্লট দেখে যাদবকে ঠাকরে বলেন যে, ৫৭ লাখ টাকায় তিনি (যাদব) এটি কিনতে পারেন।
পরবর্তীতে সেই প্লট কেনার জন্য যাদব তার বন্ধুর অ্যাকাউন্টেও টাকা জমা দেন। কিন্তু ঠাকরে পরে প্লটটি নিজের নামে কিনে নেন। পরে যাদব সেই প্লট চাইলে সেটি দিতে অস্বীকার করেন ক্রিকেটারের বন্ধু। এরপরেই পুলিশের কাছে অভিযোগ করেন যাদব। এর আগে জাতীয় দলে সুযোগ পাওয়ার পর শৈলেশ ঠাকরকে ২০১৪ সালের ১৫ জুলাই ম্যানেজার হিসাবে নিয়োগ করেছিলেন যাদব। সূত্র: হিন্দুস্তান টাইমস
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: