২০ দিনে প্রবাসী আয় ১৪ হাজার কোটি টাকা

চলতি মাসের (জানুয়ারি) প্রথম ২০ দিনে প্রবাসীরা ১৩১ কোটি ৫২ লাখ মার্কিন ডলার পাঠিয়েছেন। প্রতি ডলার ১০৭ টাকা ধরে যার পরিমাণ প্রায় ১৪ হাজার ৭২ কোটি ৬৪ লাখ টাকা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
বাংলাদেশ ব্যাংক গতকাল রোববার (২২ জানুয়ারি) রেমিট্যান্স প্রবাহের সাপ্তাহিক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যায়, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের মধ্যে বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১০৯ কোটি ৯৯ লাখ মার্কিন ডলার এবং রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৭ কোটি ৯১ লাখ মার্কিন ডলার।
পাশাপাশি বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে এসেছে ৩ কোটি ৫০ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ৫০ লাখ মার্কিন ডলার।এর আগে গত ডিসেম্বরে প্রবাসীরা ১৬৯ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার পাঠিয়েছিলেন। বাংলাদেশি মুদ্রায় যা ১৮ হাজার ১৮৬ কোটি টাকা।
প্রসঙ্গত, গত বছরে প্রবাসীরা দুই হাজার ১২৭ কোটি ৭৯ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন। এরমধ্যে সবচেয়ে বেশি ২০৯ দশমিক ৬৩ বিলিয়ন ডলার এসেছে জুলাই মাসে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: