সংসদকে আ.লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংসদকে আওয়ামী লীগের একদলীয় ক্লাবে পরিণত করা হয়েছে। সোমবার (২৩ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, পার্লামেন্ট? পার্লামেন্ট কী? এখন যে পার্লামেন্ট তারা তৈরি করেছে, একটা কোনো পার্লামেন্ট? এটা একদলীয় একটা ক্লাব তৈরি করেছে। ইটস এ ক্লাব অব আওয়ামী লীগ। তিনি বলেন, আমরা অসম রাজনীতিতে পরে আছি। ক্ষমতাসীনদের কাছে বন্দুক ও প্রশাসন আছে। মারেও আমাদের মামলাও দেয় আমাদের বিরুদ্ধে।
রাষ্ট্রকে বাঁচাতে হবে উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকার সবকিছু উল্টো করে দিয়েছে। সরকার সবার ভোট দিয়ে দেয়। ফখরুল বলেন, ভোট চুরির এমন কোনো কারসাজি নেই যা সরকার করে নাই, এমনকি রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে সরকার। বিএনপির এ নেতা বলেন, প্রতিটি মিডিয়া হাউজে একজন করে গুণ্ডা লেলিয়ে দিয়েছে ক্ষমতাসীনরা। কি হেডলাইন করবে, কোন নিউজ প্রাধান্য দিবে, কোনটা দেয়া যাবে না, এসব নিয়ন্ত্রণ করছে তারা।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: