আখাউড়া স্থলবন্দর দিয়ে গেল ভারতীয় তিন ট্রাক রড

প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৩, ০৮:০৫ পিএম

মোহাম্মদ আবির, আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) থেকে: ভারত ও বাংলাদেশের মধ্যকার নৌ প্রটোকল চুক্তির আওতায় কলকাতা থেকে আসা ৯৫৮ টন রড আখাউড়া স্থলবন্দর দিয়ে পরিবহন করা হচ্ছে ত্রিপুরার আগরতলায়।

সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে প্রথম চালানে তিনটি ট্রাকে করে প্রায় ৭৮ টন রড আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় পৌঁছে।আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট আদনান ট্রেড ইন্টারন্যাশনাল এ পণ্যর খালাস সংক্রান্ত কাজ করছে।

জানা যায় 'এমভি বোলকার’ নামে একটি জাহাজ গত ৭ জানুয়ারি কলকাতার হলদিয়া বন্দর থেকে ৯৫৮ টন রড নিয়ে যাত্রা করে।রডগুলো আশুগঞ্জ নদীবন্দরে গত শনিবার সন্ধ্যায় নোঙর করে। সেখান থেকে সোমবার সড়কপথে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের আগরতলায় প্রথম চালানে তিনটি ট্রাক প্রবেশ করে।

এ বিষয়ে আদনান ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী আক্তার হোসেন জানান ত্রিপুরার আগরতলার ‘মেসার্স এস এম কর্পোরেশন’ নামে একটি প্রতিষ্ঠানের জন্য ৯৫৮ টন রড নেওয়া হচ্ছে, প্রথম চালানে তিনটি ট্রাকে করে প্রায় ৭৮ টন রড আখাউড়া স্থলবন্দর দিয়ে আগরতলায় গিয়েছে,কয়েক ধাপে রডগুলো আগরতলায় পাঠানো হবে।

আখাউড়া স্থলবন্দরের সুপারিনটেনডেন্ট সামাউল ইসলাম জানান, রড বোঝাই ট্রাক থেকে প্রবেশ ফি আদায় করা হবে। সোমবার দুপুরে বন্দরের ফি আদায় করে তিনটি ট্রাকে প্রায় ৭৮ টন রড আখাউড়া চেকপোস্ট দিয়ে আগরতলায় পৌঁছায়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: