সরাইল ব্যাটালিয়ন বিজিবির অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার সীমান্তবর্তী বিষ্ণপুর ইউনিয়ন ও নোয়াবাদী এলাকা থেকে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৩ জানুয়ারী) সকালে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) সীমান্তবর্তী এলাকা বিষ্ণপুরের বিভিন্ন পৃথক স্থানে বিজিবি'র অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯৩০ পিস ইয়াবা ট্যাবলেট, ৬০ বোতল ইস্কফ ও ২০ কেজি গাঁজা জব্দ করা হয়৷ আটককৃত মাদকদ্রব্য ব্রাহ্মণবাড়িয়া জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা করে মাদকদ্রব্য ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) উল্লেখ করে বলেন, বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরবিচ্ছিন্ন টহল তৎপরতা অব্যাহত থাকায় বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে অধিনায়ক সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি), লেঃ কর্নেল সৈয়দ আরমান আরিফ, পিএসসি জানান, সীমান্ত এলাকা দিয়ে কোনরকম মাদক যেন দেশে না ঢুকতে পারে সে জন্য বর্ডার গার্ড বাংলাদেশ সবসময়ই সীমান্ত এলাকায় জাগ্রত রয়েছে। তিনি আরও বলেন, বিজিবি দিনরাত নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছে এই অভিযান অব্যাহত থাকবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: