বাংলাদেশে এসে ৩ কেজি ওজন বেড়েছে শ্রীলেখার

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র সম্প্রতি বাংলাদেশে এসেছেন। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে প্রদর্শিত হয় তার পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘এবং ছাদ’। আর এতে অংশ নিতেই মুলত ঢাকায় আসেন এই অভিনেত্রী।
নিজের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশে এসে সময়টা যে দারুণ উপভোগ করেছেন এই অভিনেত্রী। আর এটির জানান ও তিনি দিয়েছেন নানাভাবে। বিশেষ করে বন্ধু, বাংলাদেশের অভিনেত্রী মুক্তির সঙ্গে ভালো কিছু মুহূর্ত কাটিয়েছেন ওপার বাংলার তারকা। বাংলাদেশে এসে অনেক ঘোরাফেরার পাশাপাশি প্রচুর খাওয়াদাওয়াও যে করেছেন শ্রীলেখা সেটি আর বলার অপেক্ষা রাখে না। ঢাকায় সুস্বাদু সব খাবার খেয়ে তিন কেজি ওজন বেড়ে যাওয়ার কথাও ফাঁস করে দিলেন অভিনেত্রী। এই তিন কেজি ওজন বাড়ার জন্য শ্রীলেখা দায়ী করেছেন বন্ধু রুমানা ইসলাম মুক্তিকে।
সম্প্রতি নিজের শেয়ার করা এক ফেসবুক পোস্টে শ্রীলেখা লেখেন, ‘বাংলাদেশে হ্যাংওভার করে বেশি না ৩ কেজি বেড়েছে। এটা রুমানা ইসলাম মুক্তি করেছে।’
প্রসঙ্গত, শ্রীলেখা মিত্রের পূর্বপুরুষের বাড়ি বাংলাদেশের মাদারীপুরের ঘটমাঝি গ্রামে। দেশভাগের সময় বাধ্য হয়ে ভারতে পাড়ি দিতে হয়েছে তাদের। ২০১৭ সালের আগে বাবা সন্তোষ মিত্রকে নিয়ে পূর্বপুরুষের ভিটার খোঁজে বাংলাদেশে এসেছিলেন শ্রীলেখা। এবার আসেন সিনেমা নিয়ে।
রেজানুল/সা.এ
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সর্বশেষ
স্বাস্থ্য ও চিকিৎসা
ভিন্ন স্বাধের খবর পড়ুন
বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।
লাইফ স্টাইল
নিবন্ধন নং- ৩২
© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]
পাঠকের মন্তব্য: