পূবাইলে ট্রেনের ইঞ্জিন বিকল, ১ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০১:০০ পিএম

মো. রবিউল ইসলাম, টঙ্গী (গাজীপুর) থেকে: গাজীপুরে পূবাইলে ঢাকাগামী এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে এক ঘন্টা ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে ঢাকাগামী রুটে সিলেট ও চট্টগ্রামের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে পূবাইলের ৪২ নং ওয়ার্ডের তালটিয়া স্টেশনসংলগ্ন ঢাকাগামী এগারোসিন্ধুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। পরে স্টেশনে থাকা বিকল্প ইঞ্জিন এনে ট্রেন সরিয়ে টঙ্গী রেল স্টেশনে আনা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশের ওসি রকিবুল হোসেন জানান, বৃহস্পতিবার কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এগারোসিন্দুর প্রভাতী এক্সপ্রেস। ট্রেনটি গাজীপুরের পুবাইলের তালটিয়া এলাকায় পৌঁছলে এর ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ঢাকার সাথে সিলেট ও চট্টগ্রাম ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। ঘটনার পরপরই বিকল্প ইঞ্জিন টঙ্গী স্টেশন থেকে পাঠিয়ে ট্রেনটি স্টেশনে নিয়ে আসা হয়। এখন সিলেট-ঢাকা রেল সড়কে ট্রেন চলাচল স্বাভাবিক।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: