বোচাগঞ্জে নৌপরিবহন প্রতিমন্ত্রী উদ্যোগে শীতের উপহার কম্বল বিতরণ

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩, ০৭:৩৭ পিএম

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উদ্যোগে বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন ও সেতাবগঞ্জ পৌরসভার ইমাম ও মুয়াজ্জিনদের হাতে শীতের কম্বল উপহার দেওয়া হয়। বৃহস্পতিবার সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের আয়োজনে বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে পৌর এলাকার ইমাম ও মুয়াজ্জিনদের হাতে শীতের উপহার তুলে দেয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

সেতাবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরে আলম খন্দকার কায়সারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো.আফছার আলী।

এসময় উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সবুর, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের মো. মামুন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইফুর রহমান,সদস্য তীলক কুমার শীল, যুবলীগের সাধারণ সম্পাদক আশরাফ আলী তুহিন, ছাত্রলীগের সভাপতি দেলোয়ার হোসেন বিপুল প্রমুখ।

নৌ পরিবহন প্রতিমন্ত্রী'র উদ্যোগে বোচাগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়ন সহ সেতাবগঞ্জ পৌর সভার প্রায় সাড়ে ৪শ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে শীতের ১ হাজার কম্বল উপহার তুলে দেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: