ডলারের বিপরীতে রেকর্ড দরপতন পাকিস্তানি রুপির

মার্কিন ডলারের বিপরীতে পকিস্তানি রুপির মান রেকর্ড পরিমাণ কমেছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারী) প্রতি ডলার বিক্রি হয়েছে ২৫৫ দশমিক ৪৩ রুপিতে, যা গতকালের চেয়ে ৯ দশমিক ৬১ শতাংশ কম। দেশটির সংবাদমাধ্যমের খবর, গত সেপ্টেম্বর থেকে ডলারের দর ২২৭-২৩০ রুপির মধ্যে বেঁধে দেয় পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চাপের মুখে রুপি-ডলার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেয় পাকিস্তান সরকার।
এর ফলে আজ (বৃহস্পতিবার) রুপির দর ৯ দশমিক ৬১ শতাংশ কমে ২৫৫ দশমিক ৪৩ রুপিতে নামে। গতকাল বুধবার প্রতি ডলার ২৩০ দশমিক ৮৯ রুপিতে বিনিময় হয়েছে। গত সেপ্টেম্বর থেকে ঋণ প্রদানের শর্তের অংশ হিসেবে ডলার-রুপির বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দেওয়ার জন্য ইসলামাবাদ সরকারকে চাপ দিয়ে আসছে আইএমএফ।
এর আগে একদিনে ডলারের বিপরীতে রুপি ৯ শতাংশের বেশি দর হারিয়েছিল ১৯৯৯ সালের ৩০ অক্টোবর। তখন রুপির দর ৯ দশমিক ৪ শতাংশ পড়েছিল। এদিকে খোলা বাজারে আরও দরপতন হয়েছে পাকিস্তানি রুপির। এক্সচেঞ্জ কোম্পানিজ অ্যাসোসিয়েশন অব পাকিস্তানের প্রকাশিত তথ্য অনুযায়ী, আজ বৃহস্পতিবার ২১ রুপি কমে প্রতি ডলার বেচাকেনা হচ্ছে ২৬২ রুপিতে।
পুঁজিবাজার বিশেষজ্ঞ সাদ আলী বলেন, ‘আপাতদৃষ্টিতে বাজার হারের সঙ্গে বিনিময় হারের সমন্বয় করছে কেন্দ্রীয় ব্যাংক। সরকারি ও খোলা বাজারের হারের মধ্যে বিস্তর পার্থক্য সমন্বয় এবং অবৈধ চ্যানেলের মাধ্যমে ডলারের প্রবাহ রোধে এটি করেছে কেন্দ্রীয় ব্যাংক।’ সূত্র - রয়টার্স
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: