জাবি আর্থ সোসাইটির নতুন সভাপতি আবির সম্পাদক শুভ

প্রকাশিত: ২৭ জানুয়ারি ২০২৩, ১০:২০ পিএম

মোঃ আবু দারদা লিমন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর্থ সোসাইটির ২০২২-২৩ কার্যকরী নতুন কমিটি গঠিত হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হিসেবে পরিবেশ বিজ্ঞান বিভাগের ৪৭তম ব্যাচের হিজবুল্লাহ আবির এবং সাধারণ সম্পাদক হিসেবে ভূগোল ও পরিবেশ বিভাগের মোঃ শুভ মাহমুদ দায়িত্বপ্রাপ্ত হয়েছেন। শুক্রবার (২৭ জানুয়ারি) সংগঠনের সদ্য সাবেক সভাপতি রায়হান মুজিব উৎপল এবং সাধারণ সম্পাদক এম আবীর হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে সিফাতুন নাহার পুষ্প, মদিনা, রাগিব হাসান রাদনান, নোশিন তাবাসুম নিভানা, তাহজিব নুর তৌনিক, আবদুল্লাহ আল মামুন সবুজ, ফাহামিদা হাসান তানহা, তাবাসসুম রহমান, বাপিতা রায়, তানজি ফেরদৌস, নাইমুর রহমান, তানজিয়া মৌলি রয়েছেন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন প্রসেনজিৎ কুমার পাল, নাহিদ হাসান, মেরিনা জাহান, তমাল কান্তি রয়, সামিউল ইসলাম, আবু ইব্রাহিম তামিম, আফিয়া মুবাশশিরা প্রীতি, হাসিবুল হাসান, সুমাইয়া আক্তার খুশি, মেহেদী হাসান সৌরভ।

এছাড়া, কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে সফিকুল ইসলাম সানি এবং কোষাধ্যক্ষ হিসেবে সোহান মাহমুদ তালুকদার দায়িত্বপ্রাপ্ত হয়েছেন।

সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর হিজবুল্লাহ আবির বলেন, 'স্মার্ট বাংলাদেশ নির্মাণে পরিবেশ সুরক্ষার বিকল্প নেই। এই লক্ষ্যেই পরিবেশ সুরক্ষায় কাজ করে যাবে জাবি আর্থ-সোসাইটির নতুন কমিটি।'

নতুন সাধারণ সম্পাদক মোঃ শুভ মাহমুদ বলেন, 'আমাদের সংগঠনের স্লোগান হচ্ছে, পৃথিবী ও পরিবেশ সুরক্ষার নিরন্তর প্রচেষ্টা। আমাদের ক্যাম্পাসের ৭০০ একরের পরিবেশ সুরক্ষায় যথাসম্ভব কাজ করার চেষ্টা করবো।'

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: