কচাকাটায় "কে পি এফ" এর উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা প্রদান

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২৩, ০৫:০৪ পিএম

কুড়িগ্রাম নাগেশ্বরীর প্রস্তাবিত কচাকাটা উপজেলায় ২০২২ সালে এসএসসি ও সমমানা পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত শতাধিক শিক্ষার্থীদের সংবর্ধণা দেয়া হয়েছে। কচাকাটা পেশাজীবি ফউন্ডেশন (কেপিএফ) এর আয়োজনে শনিবার সকালে কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় কচাকাটা পেশাজীবি ফাউন্ডেশনের সভাপতি নুর ইসলামের সভাপত্বিতে বক্তব্য রাখেন কচাকাটা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মূর্তজা, কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আ.খ.ম ওয়াজিদুল কবির রাশেদ, কচাকাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাদৎ হোসেন, বল্লভেরখাষ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, গোলেরহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো: হানিফ উদ্দিন, কেদার মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হাফিজুল মন্ডল, কচাকাটা বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুজ্জামান কবীর প্রমূখ। আলোচনাসভা শেষে শিক্ষার্থীদের হাতে সম্মানা স্মারক তুলে দেয়া হয়।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: