সাতক্ষীরায় ঘোড়া দিয়েই হালচাষ করছে কৃষক

গরুর লাঙ্গল ও পাওয়ার টিলারের দাম বৃদ্ধি পাওয়ায় সাতক্ষীরার প্রত্যন্ত অঞ্চলে ঘোড়া দিয়ে হাল চাষের দৃশ্য নজর কাড়ছে। সময়ের পরিক্রমায়ে কৃষি চাষাবাদে ব্যাপক পরিবর্তন এসেছে। যুগের সাথে তাল মিলিয়ে কৃষকরা একদিকে যেমন উন্নত চাষাবাদ শুরু করেছে আবার অপরদিকে, গরু দিয়ে হাল চাষ অনেকটা কমে গেছে।
গরুর লাঙ্গল ও পাওয়ার টিলারের দাম বৃদ্ধি পাওয়ায় গরুর পরিবর্তে ঘোড়া দ্বারা হাল চাষ করছেন কৃষকরা। গো খাদ্যের দাম হু হু করে বৃদ্ধি পাচ্ছে তাই হাল চাষের উপযোগী গরু পালন করতে অপারাগতা প্রকাশ করছে কৃষকরা। তাই নিজেদের সুবিধার্থে জেলার বিভিন্ন অঞ্চলে ঘোড়া দিয়ে হাল চাষ করছে কৃষকরা। এতে একদিকে সাশ্রয় হচ্ছে অপরদিকে চাষাবাদে বাড়তি সময় লাগছেনা।
সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেসরা ইউনিয়নের হরিণখোলা বিলে ঘোড়া দিয়ে হাল চাষ বেশ বৃদ্ধি পেয়েছে। সেখানে গোপাল মন্ডল নামে একজন চাষী চার বছর যাবত গরুর পরিবর্তে ঘোড়া দিয়ে জমি চাষাবাদ করে আসছেন।
গোপাল মন্ডল জানান, পাওয়ার টিলার ও গরুর লাঙ্গলের দাম বৃদ্ধি পেয়েছে সে দিক দিয়ে বিবেচনা করে ঘোড়া দিয়ে হাল চাষ করা কৃষকদের ক্ষেত্রে অনেকটা সাশ্রয়ী। চার বছর যাবত ঘোড়া দিয়ে জমি চাষ করছি। এটা একদিকে যেমন ইচ্ছা অপরদিকে গরুর খাদ্যের দাম কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে। চাষাবাদের উপযোগী গরুকে রোজ অনেক টাকার খাবার দিতে হয়।
সে দিক দিয়ে ঘোড়া দিয়ে হাল চাষ করা অনেক সাশ্রয়ী। নিজের জমির পাশাপাশি বাড়তি সময়ে অন্যের জমি চাষ করেও বেশ টাকা আয় করছি। ঘোড়া দ্বারা হাল চাষ করা, জমিতে মই দেওয়াসহ অন্য সকল কাজ করা যায়। তাছাড়া শীতের সময় গরু দ্বারা জমি চাষ করাটা একটু কষ্টের সেক্ষেত্রে ঘোড়া দিয়ে চাষের ক্ষেত্রে এমন সমস্যার সম্মুখীন হতে হয় না।
সুবীর মন্ডল নামে অপর এক কৃষক জানান, ঘোড়া দিয়ে হাল চাষ এটি বাবা দাদাদের মুখে শুনেছি। তবে দিনে দিনে বেশ জনপ্রিয়তা পাচ্ছে ঘোড়া দিয়ে হাল চাষ। এটি দেখতে বিভিন্ন এলাকা থেকে লোকজন আসে। যদিও অনেকের কাছে বিষয়টি নতুন তবে ঘোড়া দিয়ে হাল চাষের বিষয়টি অঞ্চল ভেদে আগে থেকে প্রচলিত রয়েছে।
সাতক্ষীরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ড. মোঃ জামাল উদ্দীন জানান, ঘোড়া দিয়ে চাষাবাদ হচ্ছে বিষয়টি আমি নিজেও দেখেছি। এটি শখের বসে অনেকে করে থাকেন আবার অনেকে গরু না থাকার কারণে এবং অর্থ সাশ্রয়ের কথা বিবেচনা করে এটা করে থাকেন। এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কৃষকদের সাথে কথা বলে তাদের অভিমত জানা হবে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: