চুয়াডাঙ্গায় চলছে অটোবাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটির অনির্দিষ্টকালের ধর্মঘট

প্রকাশিত: ৩০ জানুয়ারি ২০২৩, ০৮:২৮ পিএম

চুয়াডাঙ্গা অটো বাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটি চার দফা দাবি আদায়ের লক্ষ্যে রবিবার (২৯ জানুয়ারী) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘট পালিত হচ্ছে। সোমবার (৩০ জানুয়ারী) দ্বিতীয় দিনের মতো ব্যাটারিচালিত অটোরিকশা ধর্মঘট চলছে।

ধর্মঘটের ফলে পুরো চুয়াডাঙ্গা শহর ইজিবাইক বা ব্যাটারিচালিত অটোরিকশা শূন্য হয়ে যায়। লোকজন বাধ্য হয়ে রিকশা ও ভ্যানে যাতায়াত করছেন। ধর্মঘটের প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে চুয়াডাঙ্গা পৌর এলাকায় রিকশা ও ভ্যান চলাচল বেড়েছে। অনেকে অটোরিকশা বন্ধের সুযোগে ইচ্ছেমতো ভাড়া আদায় করছে বলেও অভিযোগ রয়েছে।

অটো বাইক মালিক-শ্রমিক কল্যাণ সোসাইটি চার দফা দাবিগুলো হলো- ১. চুয়াডাঙ্গা শহরের প্রবেশমুখগুলো থেকে বাস মালিক সমিতির লাঠিয়াল বাহিনী সরিয়ে নেওয়া। ২. শহরের মধ্য থেকে বাসস্ট্যান্ড সরিয়ে আন্তজেলা বাস টার্মিনাল থেকে বাস ছাড়া। ৩. পৌর এলাকায় চলাচলকারী অটোরিকশার নম্বর দেওয়া। ৪. জেলা ট্রাফিক পুলিশের অটোরিকশার প্রতি জরিমানা আদায় বন্ধ করা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: