বিপিএলের আগামী আসর হওয়া নিয়ে শঙ্কা

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে অভিযোগ, বিতর্কের শেষ নেই। এরই মধ্যে আগামী আসর নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনই জানিয়েছেন সে কথা।
সোমবার সিলেটে সংবাদ মাধ্যমকে তিনি জানান, আন্তর্জাতিক ক্রিকেটের ঠাঁসা সূচির কারণে বিপিএলের জন্য এক-দেড় মাসের ফাঁকা সূচি পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। চলতি আসরের মতো আগামী মৌসুমেও ডিসেম্বর-জানুয়ারির স্লটটা ফাঁকা পাওয়ার সম্ভাবনা আছে। তবে ওই সময় জাতীয় নির্বাচন হওয়ায় ফাঁকা স্লটে তারা বিপিএল আয়োজন করতে পারবেন কিনা তা নিয়ে চিন্তা আছে।
নাজমুল হাসান বলেন, ‘সামনের বছর বিপিএলের স্লটই আমরা খুঁজে পাচ্ছি না। স্লট বের করাই অসম্ভব হয়ে গেছে। একটা ফাঁকা সময় পেয়েছি। যদি জাতীয় নির্বাচন হয় তাহলে আসরের মাঝে গ্যাপ দিতে হতে পারে। কারণ নির্বাচনের মধ্যে আমরা নিরাপত্তা দল পাবো কোথায়। সকলকে তো নির্বাচনে থাকতে হবে।’
বিপিএলের সিলেট পর্বে উপচে পড়া ভিড়। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম কানায় কানায় ভরা। বিপিএলকে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খুলনা, কুমিল্লা, বরিশালে নিতে পারলে এর দর্শক জনপ্রিয়তা বাড়বে। বিসিবি সভাপতি জানিয়েছেন, তাদেরও একাধিক ভেন্যুতে বিপিএল আয়োজনের ইচ্ছে আছে। কিন্তু সময় বের করা কঠিন। ঢাকা-চট্টগ্রাম হয়ে বিপিএল ঢাকা-সিলেটে নেওয়ার সময় বের করাই কঠিন বলে মন্তব্য করেছেন তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: