নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্ট, জরিমানা ৭ হাজার ৩০০

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৩:৩২ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে যানজট নিরসনে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩১ জানুয়ারী) সকালে নাগরপুর সদর বেবি স্ট্যান্ডে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। এসময় উপজেলা সহকারি কমিশনার (ভুমি) মো. ইকবাল হোসেন, বাজার বনিক সমিতির আহবায়ক মো. হাবিবুর রহমান লিটনসহ আইনশৃংখলা বাহিনী ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান বলেন, উপজেলা সদরে ড্রাইভিং লাইসেন্স ও রেজিষ্ট্রোশন বিহীনসহ অবৈধ ভাবে গাড়ি পার্কিং এর জন্য সড়ক পরিবহন আইন ২০১৮ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১১টি মামলায় মোট ৭ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়। এধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: