শিশুস্বাস্থের জন্য মারাত্বক ক্ষতিকর খাদ্যদ্রব্য বিক্রি করায় জরিমানা

মেয়াদ উত্তীর্ণ, মূল্যট্যাগবিহীন, নকল প্যাকেটে বাজারজাতকরণ এবং ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রি করার অপরাধে চুয়াডাঙ্গার জীবননগরে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩১ জানুয়ারী) দুপুরে জীবননগর উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
চুয়াডাঙ্গা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহা. সজল আহম্মেদ জানান, জীবনগর উপজেলার মুক্তিযোদ্ধা মার্কেট ও চ্যাংখালী রোড এলাকার বিভিন্ন হোটেল, কনফেকশনারি, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের তদারকি করা হয়। এসময় মুক্তিযোদ্ধা মার্কেটের মেসার্স মিজান স্টোরে শিশু স্বাস্থ্যের জন্য মারাত্বক হুমকি স্বরুপ, অনুমোদন ও পন্যের মূল্যট্যাগহীন, মেয়াদ উত্তীর্ণ ও ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য, রুচি ও প্রাণের প্যাকেটে নিম্নমানের ভেজাল পন্য বিক্রির অপরাধে উক্ত প্রতিষ্ঠানের মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৩৭ ও ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সেই সাথে এমন অপকর্ম আর করবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়।
এসময় ৮-১০ বস্তা নিম্নমানের এসব পন্য জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়। এ অভিযানের সার্বিক সহযোগিতায় ছিলেন জীবননগর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর আনিসুর রহমান ও জীবনরগর থানা পুলিশের একটি টিম।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: