মহাসমাবেশ সফলের প্রস্তুতি সভায়, সাতক্ষীরায় বিএনপির দু'গ্রুপের হাতাহাতি

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:০৮ পিএম

আগামী ৪ ফেব্রুয়ারি খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে সাতক্ষীরায় বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেলে শহরের আমতলা এলাকায় নিরিবিলি কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক এড.সৈয়দ ইফতেখার আলীর সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল আলীমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী মো. আলাউদ্দিন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা.শহিদুল আলম, জেলা বিএনপি যুগ্ম আহবায়ক আব্দুর রউফ, যুগ্ম আহবায়ক শেখ তারিকুল হাসান, যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, যুগ্ম আহবায়ক মৃনাল কান্তি রায়সহ সাতক্ষীরা জেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

সভা চলাকালীন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুল আলীম তার বক্তব্য বলেন, এভাবে দুগ্রুপে সংগঠন চলতে থাকলে সাতক্ষীরায় বিএনপি নেতা আমানের মতো নেতাকর্মীরা নিহত হবে। এমন বক্তব্যের পর দুই গ্রুপ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। কয়েক মিনিট ধরে চলতে থাকে এমন কাণ্ড। একপর্যায়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর নির্দেশে হাতাহাতি থেমে যায়।

এরপর জেলা বিএনপির সদস্য সচিব বলেন, আমাদের দলের ভেতর দ্বন্দ্ব থাকুক তবুও আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। যে কোন মূল্যে খুলনার মহাসমাবেশ সফল করতে হবে।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: