নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ (ষোড়শ ব্যাচ) শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের ‘গাহি সাম্যের গান’ মুক্তমঞ্চে কেন্দ্রীয়ভাবে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর। ওরিয়েন্টেশন বক্তা হিসেব বক্তব্য দেন শহীদ বুদ্ধিজীবী কন্যা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডা. নুজহাত চৌধুরী।

দিনের শুরুতেই জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্যদিয়ে ওরিয়েন্টেশন অনুষ্ঠানের সূচনা হয়।আমন্ত্রিত অতিথিরা মঞ্চে আসন গ্রহণের পর একে একে চারটি ধর্মগ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করা হয়। নবীন শিক্ষার্থীদের হাতে ফুল তুলে দিয়ে তাদেরকে স্বাগত জানানোর মধ্য দিয়ে ‘আলোচনা সভা ও পরিচিতি’র মূল কার্যক্রম শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর শিক্ষার্থী সংশ্লিস্ট দপ্তর প্রধান ও বিভাগীয় প্রধানদেরকে নবীণ শিক্ষার্থীদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।

ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, ‘ইতিহাসের পরম্পরায় আমাদের এগুতে হয়। আমরা সামনের দিকে যখ এগুবো তখন আমদের পেছনটিও কতটা শক্ত, সুদৃঢ় সেটি আমাদের মনে রাখা দরকার। তরুণ ছাত্রছাত্রী যারা আমাদের সামনে উপস্থিত তাদেরকে বুঝতে হবে যে কতটা কঠিন পথ অতিক্রম করে আজকের এই বাংলাদেশ। আত্মপ্রত্যয়ী মানুষ ছাড়া সুদৃঢ়ভাবে জীবনকে যাপন করা যায় না। মানুষ সবসময়েই সামনের দিকে এগুতে চায় এটি মানুষের ইচ্ছের স্বাধীনতা। কিন্তু তার সমস্ত ইচ্ছে পূরণ হয় না। এই ইচ্ছেটি পূরণ করবার জন্য তার মধ্যে প্রতিজ্ঞা দরকার হয়। প্রতিনিয়ত তাকে লড়াই করতে হয়।’

নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন,‘ তুমি অবশ্যই বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে থাকবে কারণ এই বাংলাদেশ না হলে এই বিশ্ববিদ্যালয় হতো না। বিশ্ববিদ্যালয় না হলে আমরা থাকতাম না। আমরা না থাকলে তোমরা আসতে পারতা না। তোমরা আমরা মিলে বৃহৎ আমরা না থাকলে বাংলাদেশের অস্তিত্বই হয়তো থাকবে না। আমরা একটি স্রোতধারার মধ্যে আছি। যেকারণে মুক্তিযুদ্ধ হচ্ছে আমাদের পরিচয়, আমাদের আদর্শের বড় ঠিকানা। মুক্তিযুদ্ধ যাঁরা করেছিলেন তারা আমাদের সোনার সন্তান। তাঁরা আমাদের ধ্রুবতারকা।’

নবীণ শিক্ষার্থীদের মাদক , জঙ্গীবাদ ও হতাশাগ্রস্থ হওয়া থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘তরুণ সমাজের সামানে সারা পৃথিবী উন্মুক্ত। তরুণদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই যুগের সাথে নিজেদের খাপ খাইয়ে নেওয়া। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যুক্তিদিয়ে প্রশ্ন করা শিখতে হবে। নিজেদের দক্ষ করে তুলতে হবে। এ যুগে দক্ষতা ছাড়া সার্টিফিকেটের কোন মূল্য নাই। তাই দক্ষতা অর্জন করতে পারলে নজরুল বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা কোন ছাত্রছাত্রী বেকার থাকবে না বলে উপাচার্য আশ্বস্থ করেন।'

নবীণ শিক্ষার্থীদের উদ্দেশে ওরিয়েন্টেশন বক্তা ডা. নুজহাত চৌধুরী বলেন, ‘জীবন কিন্তু সহজ নয়। জীবনে সফলতার জন্য একাগ্রতার প্রয়োজন আছে। একটি গবেষণাতেও দেখা যায়, যারা একাগ্রভাবে, দাঁতে দাঁত চেপে লেগে থাকতে পারে তারাই সফল হতে পারে। ফিনি· পাখি যেমন ছাই থেকে জন্ম নিয়ে উড়ে যায়, আবারো পুড়ে ছাই হয়, সেখান থেকে আবারো জন্ম নেয়; তোমরা সেই আগুন পাখির মতো হতে শেখ। জীবন তোমাকে যতবার হোচট দিবে , তুমি পড়ে যাবে, তুমি ততবার গা ঝাড়া দিয়ে উঠে দাঁড়িয়ে আবার দৌঁড়াবে। আমি সেটা চাই তোমাদের কাছে। মুক্তিযোদ্ধাদের মতো হও, বঙ্গবন্ধুর মতো হও।’

শিক্ষার্থীদের অসম্ভব স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, আমি তোমদের অসম্ভব স্বপ্ন দেখতে বলবো। ছোট ভাববে না। নিজেকে কারও থেকে ছোট ভাববে না। কেননা তুমি জানো না তুমি কী? বঙ্গবন্ধু টুঙ্গিপাড়ার গ্রাম থেকে এসেছেন। আমার বাবা গ্রাম থেকে এসে যুদ্ধে অংশ নিয়েছেন। তুমি সেই বঙ্গবন্ধু, সেই মুক্তিযোদ্ধার পরবর্তী প্রজন্ম। তাই নিজেকে বিশ্বাস করো। নিজেকে বড় ভাবো। দয়াকরে বড় বড় স্বপ্ন দেখ। অহংকারী হও। আত্মসম্মানবোধে বলীয়ান হও। যদি তুমি আত্মসম্মান বোধ থাকে তাহলে তুমি দুর্নীতি করবে না, মাদক নেবে না। জীবনে বড় হতে হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীরের সঞ্চালনায় ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মো. রিয়াদ হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মুশাররাত শবনম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. তপন কুমার সরকার। স্বাগত বক্তব্য দেন বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান, শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিব। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে কর্মরত শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: