বোকাইনগর ইউনিয়ন পরিষদ হবে জনগণের পরিষদ: চেয়ারম্যান শাহীন

দায়িত্বভার গ্রহনের এক বছর পূর্তিতে ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরতে জনতার মুখোমুখি হয়েছেন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউপিঃ চেয়ারম্যান শেখ আল মুকতাদির শাহীন। বোকাইনগর ইউপিঃ পরিষদের উদ্যোগে মঙ্গলবার (৩১ জানুয়ারি) বিকেলে পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগন স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
মতবিনিময় সভায় ইউপিঃ চেয়ারম্যান আল মুকতাদির শাহীন তাঁর বক্তব্যে এ ইউনিয়নে গত এক বছরে সরকারি বরাদ্দকৃত অর্থে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর নানা কর্মসূচী বাস্তবায়নের চিত্র তুলে ধরেন। এসময় তিনি নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মধ্য দিয়ে এ ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করে সকলের সার্বিক সহযোগিতা ও পরামর্শ কামনা করেন। তিনি আরও বলেন-বোকাইনগর ইউনিয়ন পরিষদ হবে জনগণের পরিষদ,মানুষের সেবায় তাঁর দরজা সকলের জন্য উন্মুক্ত।
ছাত্রলীগ নেতা আশরাফুল ইসলাম বাবুর সঞ্চালনায় মতবিনময় সভায় তরুন এই ইউপিঃ চেয়াম্যানের কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে বক্তব্য দেন- ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্জ ডাঃ মতিউর রহমান, গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, গৌরীপুর প্রেসক্লাবের সভাপতি ইকবাল হোসেন জুয়েল,বোকাইনগর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হালিম, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম মুক্তি, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান, আওয়ামী লীগ নেতা হাফিজ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক উমর ফারুক স্বাধীন, ইউপি সদস্যসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় শেষে দোয়া- মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: