বাসায় ফেরার পথে গাড়িতেই অতিরিক্ত পুলিশ সুপারের মৃত্যু

                       
প্রকাশিত: ১২:০১ পূর্বাহ্ণ, ১ ফেব্রুয়ারি ২০২৩

বাসায় ফেরার পথে গাড়িতেই পুলিশ কর্মকর্তা শফিকুর রহমান মুকুল (৫৬) মৃত্যু হয়েছে। তিনি পুলিশের বিশেষ শাখার (এসবি) অতিরিক্ত পুলিশ সুপার (এডিশনাল এসপি) হিসেবে কর্মরত ছিলেন। শেষে গাড়িতে করে বাসায় ফেরার পথে মারা গেছেন।

জানা যায়, গাড়ি করে মিরপুরের ৬০ ফিটের বাসায় ফিরছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শফিকুর রহমান মুকুল । তেজগাঁও লাভ রোড বিজয় সরণি পুবালী ব্যাংক সামনে রাস্তায় অসুস্থ হয়ে পরেন। পরে সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষার পর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তার গাড়ির চালক মো. জাফর আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় অফিস থেকে বাসায় নিয়ে যাচ্ছিলাম। পথিমধ্যে তেজগাঁও বিজয় স্বরনী লাভ রোডে অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিয়ে আসি।

তুহিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।


পাঠকের মন্তব্য:

স্বাস্থ্য ও চিকিৎসা

ভিন্ন স্বাধের খবর পড়ুন

বর্তমানে জাতীয় সংসদ, নির্বাচন কমিশন সচিবালয়, আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, অপরাধ, সচিবালয়, আদালত, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, খেলাধুলা, বিনোদনসহ প্রায় সব গুরুত্ত্বপূর্ণ বিটেই রয়েছে একঝাঁক তরুণ সাংবাদিক। এছাড়া সারাদেশে বিডি২৪লাইভ ডটকম’র রয়েছে প্রতিনিধি।

লাইফ স্টাইল

নিবন্ধন নং- ৩২

© স্বত্ব বিডি২৪লাইভ মিডিয়া (প্রাঃ) লিঃ
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭

ফোন: ০৯৬৭৮৬৭৭১৯০, ০৯৬৭৮৬৭৭১৯১
ইমেইল: [email protected]