সিলেটে ভাষার মাস বরণে বর্ণমালার মিছিল

প্রকাশিত: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:৩৬ পিএম

আজ ১ ফেব্রুয়ারি। শুরু হয়েছে মহান ভাষা আন্দোলনের মাস। ভাষার মাসকে বরণ করে নিতে সিলেটে হয়েছে বর্ণমালার মিছিল। আজ বুধবার সকালে সিলেট জেলা পরিষদ প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল চৌহাট্টাস্থ শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। সম্মিলিত নাট্য পরিষদ, সিলেটের উদ্যোগে বের হয় এই বর্ণমালার মিছিল।

বর্ণমালার মিছিলে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, জেলা প্রশাসক মজিবুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আল আজাদ, জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক মজির উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় সদস্য শামসুল আলম সেলিম, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল দাস প্রমুখ অংশ নেন।

বর্ণমালার মিছিলে অ আ ক খ তথা বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ বহন করেন অংশগ্রহণকারীরা। এ ছাড়া মিছিলের অগ্রভাগে ছিল বাংলাদেশের পতাকা।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

পাঠকের মন্তব্য: