স্কুল থেকে বাসায় ফেরা হলো না স্কুল ছাত্র রনির

স্কুল থেকে বাসায় ফেরা হলো না প্রথম শ্রেণীর ছাত্র রনির (৮)। বুধবার (১ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা সময় স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে স্কুলের মূল ফটকে বালুর ট্রাক চাপায় গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাস্তায় মারা যায়। এঘটনায় ট্রাক চালক ও সহকারীকে আটক করেছে পুলিশ।
নিহত রনি ময়মনসিংহ জেলার নান্দাইল থানার চৈতনখালী গ্রামের ফরিদ মিয়ার ছেলে। সে বাবা মার সাথে কোনাবাড়ী থানাধীন হরিণাচালা এলাকায় বাপ্পার ভাড়া বাসায় থেকে ইন্টারন্যাশনাল এঞ্জেল স্কুলের প্রথম শ্রেনীতে পড়াশোনা করতো।
কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত এমরান জানান, স্কুল ছুটির পর বাসায় যাওয়ার পথে ট্রাক চাপায় মাথায় আঘাত পায় রনি। পরে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। এঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালক ও সহকারীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬৭৮৬৭৭১৯১
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬৭৮৬৭৭১৯০
মার্কেটিং ও সেলসঃ ০৯৬১১১২০৬১২
ইমেইলঃ [email protected]

পাঠকের মন্তব্য: